এশিয়া কাপ

এশিয়া কাপ: সম্ভবত দুটি কারণে কলম্বোতে ফাইনালের আগের আবহ কিছুটা স্তিমিত। প্রথম কারণ তো অবশ্যই পাকিস্তানের অনুপস্থিতি। যতই এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচ শ্রীলঙ্কায় হোক এবং প্রেমাদাসার আজকের ফাইনালে ভারতের সামনে ‘স্বাগতিক’ শ্রীলঙ্কাই থাকুক, এই এশিয়া কাপের আয়োজক তো আসলে পাকিস্তান!

বাণিজ্যিক লাভালাভের কথা বিবেচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) যে টুর্নামেন্টে যত বেশি সম্ভব ভারত–পাকিস্তান ম্যাচের আশায় ছিল, সেটি তাদের পূর্ববর্তী আচরণেই প্রকাশ পেয়ে গেছে। ক্যান্ডিতে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর পাগল পাগল অবস্থা।

টিভিতে খেলা দেখিয়ে আয়ের তো বারোটা বেজে গেল! অতঃপর টুর্নামেন্টের মাঝখানে রিজার্ভ ডে ঢুকিয়ে কলম্বোর সুপার ফোরের ভারত–পাকিস্তান বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাকে টেনে দুই দিন লম্বা করা। কাজেই এটি বুঝে নিতে অসুবিধা হয় না যে এশিয়া কাপে ভারত–শ্রীলঙ্কা ফাইনালের চেয়ে ভারত–পাকিস্তান ফাইনালই বেশি কাম্য ছিল আয়োজক এবং সম্প্রচারকারীদের।

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *