ক্রিস গেইল

ক্রিস গেইল: ইনস্টাগ্রামে ক্রিস গেইলকে ফলো করেন? যদি না করে থাকেন, একবার উঁকি দিয়ে আসুন না! ক্রিস গেইল একজন ক্রিকেটার, নাকি একজন পুরোদস্তুর মডেল, সেই প্রশ্নটা আপনার মনে জাগবেই। এমন প্রশ্ন মনে এলে দোষের কিছু নেই। সামনেই ক্রিকেটের ইউনিভার্স বসকে বলিউডে দেখা যেতেও পারে! বলিউডই নাকি ক্রিকেটের এই মহাতারকাকে চাইছে। ইন্ডিয়া টুডেকে নিজেই জানিয়েছেন গেইল।

আইপিএলে নিয়মিতই দেখা গেছে গেইলকে। ২০০৯ সাল থেকে ২০২১—এই ১৩ মৌসুম আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন গেইল। ১৪১ ইনিংসে ৩৯.৭২ গড়ে রান করেছেন ৪৯৬৫। আইপিএল ক্যারিয়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই বেশির ভাগ মৌসুম খেলেছেন। বেঙ্গালুরুর হয়ে ৮৪ ইনিংসে রান করেছেন ৩১৬৩। ক্রিকেট মাঠের পাশাপাশি এই সময়ে বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা গেছে গেইলকে। ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও পর্দায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

আরও পড়ুন: বিধ্বস্ত মেসি বিহীন মায়ামি

হয়তো সেই কারণেই গেইল বলছেন, বলিউডে তাঁর পরিচয়টা ভালো আছে। ইন্ডিয়া টুডেতে গেইল বলেছেন, ‘বলিউড আমাকে ডাকছে। ভারতের সিনেমার ইন্ডাস্ট্রিতে আমি বেশ পরিচিত। সম্প্রতি একজন বলিউড অভিনেতার সঙ্গে একটা কমার্শিয়ালও করেছি। সামনের দিনে ইউনিভার্স বসের থেকে এই বিশেষ কিছুই দেখার আছে।’

৪৪ বছর বয়সী গেইল এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেটটা ছাড়েননি। যদিও জাতীয় দল কিংবা বিশ্বের বড় কোনো লিগে এখন আর গেইলকে দেখা যায় না। সর্বশেষ গেইলকে দেখা গেছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। মাঠে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গেইল, ‘ইউনিভার্স বসের ক্রিকেট নিয়ে সম্ভাবনার শেষ নেই। কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। যদিও আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি।’আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের রান ১৯ হাজারের বেশি। সেঞ্চুরি আছে ৪২টি।
Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *