নিউক্যাসল: বেচারা ওয়েস ফোডারিংহামকে দেখে অনেকেরই মায়া হতে পারে! কখনো তাঁর দু পায়ের ফাঁক গলে, কখনো এ পাশ–ও পাশ দিয়ে বল গিয়ে জমা হচ্ছিল জালে। আর তিনি বারবার বল কুড়িয়ে ফেরত পাঠাচ্ছিলেন সেন্টার স্পট থেকে আবারও কিক অফের জন্য।
শেফিল্ড ইউনাইটেডের গোলরক্ষকের এমন ‘অসহায়ত্ব’ দেখে মায়া হয়নি শুধু নিউক্যাসল ইউনাইটেড খেলোয়াড়দের। মায়া হলে কি আর কালাম উইলসন–ব্রুনো গিমারায়েস–অ্যান্থনি গর্ডনরা ওভাবে গোল–উৎসব করতে পারতেন!
তা কয়টি গোল করেছে নিউক্যাসল—৮টি; সেটাও ৬৬ মিনিটের ব্যবধানে। মানে, গড়ে প্রতি ৮ মিনিট ২৫ সেকেন্ড পর পর একটি। ঘরের মাঠ ব্রামল লেনে কাল সেই ৮ গোলেও উড়ে গেছে শেফিল্ড; যা ক্লাবটির ১৩৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হার। আর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে নিউক্যাসলের সবচেয়ে বড় জয়।