প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগ: হলুদ কার্ড, হলুদ কার্ড আর হলুদ কার্ড—ইংলিশ প্রিমিয়ার লিগ এ পঞ্চম ম্যাচ দিবসের কালকের দিনটি এ রকমই ছিল। রেফারিদের বাঁশি যেন থামছিলই না। ফাউলের ছড়াছড়ি ছিল, তাই ছিল কার্ডেরও ছড়াছড়ি। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে কাল সাতটি ম্যাচ ছিল। এই সাত ম্যাচে ৪৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারিরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দিনে এত কার্ড এর আগে দেখানোর রেকর্ড নেই। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ এ এক দিনে সর্বোচ্চ ৪৩টি কার্ড দেখিয়েছেন রেফারিরা। সেটিও ২৫ বছর আগের ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে এক দিনে সর্বশেষ ৪৩টি কার্ড রেফারিরা দেখিয়েছিলেন ১৯৯৮ সালের ২২ আগস্ট।

গতকাল সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানো হয়েছে টটেনহাম-শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে। ম্যাচটিতে রেফারি পিটার বাঙ্কস ১৩টি হলুদ কার্ড দেখিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড এটাই।

আরও পড়ুন: সাকিব ক্রিকেট বিশ্বের এক বিস্ময়ের নাম

টটেনহাম-শেফিল্ডের পর গতকাল দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হলুদ কার্ড দেখানো হয়েছে অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস ম্যাচে। দুটি ম্যাচেই শেষ বাঁশি বেজেছে ১০৫ মিনিটে গিয়ে। শেফিল্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও টটেনহাম জিতেছে যোগ করা সময়ের দুই গোলে।

অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেসের ম্যাচটির গল্পও একই। ঘরের মাঠে ৪৭ মিনিটে পিছিয়ে পড়া অ্যাস্টন ভিলা ম্যাচে সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের অষ্টম ও একাদশ মিনিটের ২ গোলে তারা মাঠ ছাড়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে।

 

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *