বার্সেলোনা

বার্সেলোনা: ‘ওহ মাই গড’। এক বা দুবার নয়, পাঁচবার ‘ওহ মাই গড’ লিখে টুইট করা হয়েছে বার্সেলোনার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে।

আজ লা লিগায় বার্সেলোনা-সেল্তা ভিগো ম্যাচে যা হলো, তাতে সব বার্সা সমর্থকেরই ‘ওহ মাই গড’ অনুভূতি হওয়ার কথা। নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হারটা নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু ৮ মিনিটের এক ঝড়ে ম্যাচের চেহারাই বদলে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। রবার্ট লেভানডফস্কি জোড়া গোলে সমতা আনার পর জোয়াও কানসেলো দিয়েছেন এগিয়ে। যার ওপর ভর করে বেশির ভাগ সময় পিছিয়ে থাকা বার্সেলোনাই সেল্তাকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

অলিম্পিক লুইস স্টেডিয়ামের ম্যাচটিতে ১৯ মিনিটে সেল্তাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুই দল মিলিয়ে হয়েছে এই একটি গোলই। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দেওয়ার বদলে উল্টো আরও একটি গোল হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্তাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস। সেল্তার ডাগআউটে ছিলেন রাফা বেনিতেজ, যিনি ২০০৩ সালে ভ্যালেন্সিয়ার হয়ে দুটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিলেন বার্সেলোনায়। ১৯৬৫ সালের পর কোনো কোচ বার্সেলোনায় টানা তিনটি অ্যাওয়ে না জিতলেও আজ মনে হচ্ছিল সেটি হয়ে যাবে।

কিন্তু ৮১ মিনিট থেকে শুরু হয় বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভানডফস্কি। এর চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি কানসেলো। ৮৯ মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এই ডিফেন্ডারই বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *