ব্রাজিল আর্জেণ্টিনা:

ব্রাজিল আর্জেণ্টিনা: ২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে হবে ফুটবল বিশ্বকাপ, সেটা কমবেশি সবার জানা। দলের সংখ্যা বাড়ায় এবার বাছাইপর্বও একটু আগেভাগে শুরু করে দিয়েছে ফিফা। বাছাইয়ের শুরুটা হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলে থাকা ১০ দলকে দিয়ে; যেখানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার অভিযানটা ভালোভাবেই শুরু করেছে আর্জেন্টিনা–ব্রাজিল। এ মাসে খেলা দুটি ম্যাচেই জিতেছে লিওনেল মেসি ও নেইমারের দল। বাছাইয়ের প্রথম দুটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট পাওয়া দুটি দলও তারা। যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ব্রাজিল আছে শীর্ষে, আর্জেন্টিনা দুইয়ে।

Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *