ম্যানচেস্টার

ম্যানচেস্টার:  ‘অসাধারণ এক গোল’—খেলা শেষে বার্নলির বিপক্ষে ব্রুনো ফার্নান্দেজের ম্যাচ জেতানো গোল নিয়ে কথাটি বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। প্রতিপক্ষ কোচ ভিনসেন্ট কোম্পানি বললেন, ‘প্রিমিয়ার লিগের এক খেলোয়াড়ের দুর্দান্ত একটি মুহূর্ত।’

তবে সাবেক বার্নলি গোলরক্ষক পল রবিনসন আরেকটু বাড়িয়েই বললেন বোধ হয়, ‘আমরা ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে মৌসুমের সেরা গোলগুলোর একটি দেখলাম। আমি জানি, এই কৌশলকে কাজে লাগানো কতটা কঠিন। সে এটিকে নিচে নামানোর বা স্পর্শ করার চেষ্টা করেনি, সরাসরি ভলি করেছে। এই শট থামানোর জন্য বার্নলি গোলরক্ষক কিছুই করতে পারত না।’

টার্ফ মুরে ম্যাচ জেতানো গোলের পর এভাবেই প্রশংসায় ভাসছিলেন ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেডের সমর্থকেরা হয়তো গোলের সৌন্দর্যের চেয়ে জয়ে ফেরার কারণে বেশি স্বস্তি বোধ করছেন। এ ম্যাচের আগে টানা তিন হারে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল তারা। দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছিল বেশ, এমন পরিস্থিতিতে দলকে জয়ে ফেরানোর জন্য হয়তো এমন একটি গোলেরই প্রয়োজন ছিল!

আরও পড়ুন: ব্রাজিল আর্জেন্টিনা এর ম্যাচে চিত্রনাট্য

Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *