রাশফোর্ড

রাশফোর্ড: মার্কাস রাশফোর্ডের সময়টা ভালো যাচ্ছে না | টানা তিন ম্যাচে হারের পর অবশেষে বার্নলিকে হারিয়ে স্বস্তির এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে গোল না পেলেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন দলের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তবে দলের জয়ের আনন্দটা স্থায়ী হয়নি রাশফোর্ডের। ইউনাইটেডের ক্যারিংটনের অনুশীলন মাঠ থেকে ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়েছেন এই ইংলিশ তারকা।

দুর্ঘটনায় শারীরিকভাবে বড় ধরনের চোট থেকে রক্ষা পেলেও তাঁর গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মানসিকভাবেও রাশফোর্ড বেশ ধাক্কা খেয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাশফোর্ডের গাড়ির বাইরের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ খুলে পড়েছে। রাশফোর্ডের যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে, রোলস রয়েস ব্র্যান্ডের সেই গাড়ির দাম ৭ লাখ পাউন্ড বলে জানিয়েছে দ্য সান।

ধারণা করা হচ্ছে, গাড়িটি বেশ জোরের সঙ্গে পাশের ট্রাফিক আইল্যান্ডে ধাক্কা খাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো ধরনের অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজন হয়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। জানা গেছে, একই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা বুঝতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন রাশফোর্ডের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ।

গত মৌসুমটা ভালো গেলেও এবার জ্বলে উঠতে পারছেন না রাশফোর্ড। ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে ৬ ম্যাচ খেলে মাত্র ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ তারকা। সব মিলিয়ে মাঠের খেলায় বেশ চাপেই ছিলেন রাশফোর্ড।
নতুন করে সড়ক দুর্ঘটনায় পড়ে তাঁর সে চাপ যেন আরেকটু বাড়ল।
Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *