তাসকিন

তাসকিন: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা খেলার জন্য দলে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। কিন্তু অসুস্থতার কারণে শেষ ম্যাচটা তিনি খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। আজ তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে এ ব্যাপারে বলেছেন, ‘ওর পেট খারাপ হয়েছে।’ তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’

Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *