শান্ত: প্রশ্নটার উত্তর হয়তো গুছিয়েই রেখেছিলেন নাজমুল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা দিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। এর আগে তিনি বিসিবি হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।
তবে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার রোমাঞ্চের সঙ্গে তো আর অন্য কিছুর তুলনা হয় না। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসার পর তাই সেই অনুভূতি নিয়েও কথা বলতে হলো নাজমুলকে। এক ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও নাজমুলের সেই রোমাঞ্চের কমতি নেই, ‘ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্য, তাদের জন্যও অনেক গর্বের ব্যাপার। আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি কালকের দিনটা উপভোগ করব।’