তামিম

তামিম ইকবালের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার সূত্রে আবারও আলোচনায় সাকিব আল হাসানের সঙ্গে তাঁর বন্ধুত্বের বিষয়টি। অধিনায়ক সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেই তামিম বিশ্বকাপে নেই—এমন আলোচনাও আছে।

শুধু তামিমই নন, বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তাঁর বড় ভাই নাফিস ইকবালও, যিনি বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বেশ কিছুদিন। মঙ্গলবার তামিমবিহীন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের মধ্যে দল ছেড়ে ছেড়ে যান নাফিস। পরে জানা যায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার পদেও থাকছেন না সাবেক এই ক্রিকেটার।

আসলেই কি তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো নয়? বুধবার রাতে টি স্পোর্টসে প্রচারিত সাক্ষাৎকারে এ বছরের শুরুর দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ড্রেসিংরুমে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না।

এ বিষয়ে জিজ্ঞাসা করলে সাকিব বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তাঁর একটা ভুল সিদ্ধান্ত ছিল।’ তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষে স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

মঙ্গলবার বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের মাঝপথে ম্যানেজার নাফিস ইকবালের মাঠ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে বিসিবির অপেশাদারত্ব দেখছেন সাকিব, ‘আমি জানি না সত্যিই চলে গেছেন কি না। আসলেই যদি খেলার মাঝখান থেকে চলে যান, তাহলে খুবই আনপ্রফেশনাল। ওনার (নাফিস) দিক থেকেও, বিসিবির দিক থেকেও। আমি তো ভাবতেই পারি না একজন ম্যাচ ছেড়ে চলে যাচ্ছে। যে কারও ক্ষেত্রেই। বিসিবি যে একটা ভুল ডিসিশন নিয়েছে, এটা তার বড় প্রমাণ।’

Zidan

By Zidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *